Pumping Station In Kolkata,​পাম্পিং স্টেশন হোক, তবে গাছ কাটতে দেবেন না ওঁরা – kolkata hrishikesh park local residents wrote to mayor for not cutting trees


এই সময়: কলকাতার যে ক’টি পার্কে ৫০ বছরের বেশি পুরোনো গাছ রয়েছে, সেগুলোর অন্যতম হৃষীকেশ পার্ক। এলাকার নিকাশি সমস্যার সুরাহা করতে উত্তর কলকাতার রাজা রামমোহন রায় সরণির উপর ওই পার্কে বুস্টার পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। মূলত ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট,কলেজ স্ট্রিট চত্বরে যাতে জল না-জমে, সেটা নিশ্চিত করতেই ওই পার্কে পাম্পিং স্টেশন তৈরি হবে।তবে সে জন্য স্থানীয়রা যেমন খুশি, তেমন তাঁরা আবার অন্য একটা আশঙ্কাও করছেন। তাঁদের ভয় হচ্ছে, পাম্পিং স্টেশন তৈরি হলে হৃষীকেশ পার্কের বেশ কয়েকটি গাছ কাটা পড়বে। বুস্টার পাম্পিং স্টেশনের জন্য হৃষীকেশ পার্কে যাতে একটিও গাছ কোনও ভাবে কাটা না-পড়ে, সেই আর্জি জানিয়ে এলাকার লোকজন মেয়র ফিরহাদ হাকিমকে চিঠিও দিয়েছেন।

সেই চিঠিতে তাঁদের বক্তব্য, ‘বুস্টার পাম্পিং স্টেশন হোক। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু কোনও ভাবেই যেন গাছের ক্ষতি না-হয়।’ স্থানীয়দের তরফে পার্কের দেওয়ালে সাঁটা হয়েছে একটি পোস্টার— ‘হৃষীকেশ পার্কে গাছ বাঁচিয়ে উন্নয়ন চাই।’ যদিও এখনও পর্যন্ত পার্কের কোনও বড় গাছ কাটা হয়নি। ওই এলাকার বাসিন্দা সজল মিত্র বলেন, ‘আমরা উন্নয়নের পক্ষে। তবে সে জন্য গাছ কাটা হোক, সেটা কোনও ভাবেই কাম্য নয়।’

আর এক বাসিন্দা মিহির চৌধুরীর বক্তব্য, ‘জমা জল বার করার জন্য পাম্পিং স্টেশন তৈরির অনেক জায়গা রয়েছে। আমাদের সঙ্গে আলোচনায় বসলে আমরা সেই জায়গা দেখিয়েও দেবো। কিন্তু কোনও ভাবেই গাছ কাটা চলবে না।’ বুস্টার পাম্পিং স্টেশনের জন্য গাছ কাটা হলে তাঁরা বড় আন্দোলনে নামবেন বলেও এলাকার মানুষদের একাংশ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন।

মাদকাসক্ত বন্দিদের আলোয় ফেরাতে কারা দপ্তরের ‘বিবর্তন’

পরিবেশকর্মী সুভাষ দত্তর বক্তব্য, ‘উম্পুনের জেরে কলকাতা ৬ ফুটের বেশি উচ্চতার ১৫ হাজার গাছ হারিয়েছে। শহরে ক্রমশ কমছে গাছের সংখ্যা। এই পরিস্থিতিতে কোনও ভাবেই পার্কে থাকা গাছ কাটা উচিত হবে না।’ পরিবেশবিজ্ঞানী অভিজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ‘শহরে যা গাছ রয়েছে, দূষণের মোকাবিলায় সেটা যথেষ্ট নয়। ফলে, পুরোনো গাছ কাটা হলে শহরে বাতাসে দূষণের মাত্রা আরও বাড়বে।’

ওই তল্লাট পড়ছে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্যে। সেখানকার কাউন্সিলার সাধনা বসু বলেন,’এখনও পর্যন্ত একটি গাছও কাটা হয়নি। আগামী দিনে গাছ কাটা হবে, এমনটা আমার জানা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version