২৩ জুন নাকি বিয়ে সুসম্পন্ন হতে চলেছে সোনাক্ষী-জাহিরের। ফিল্মি পরিবারের সন্তান না হয়েও ছোট থেকেই ফিল্মি আবহে বড় হয়েছেন। ভাইজান সলমান খানের সঙ্গেও সেই ছোট্ট থেকেই সম্পর্ক। এদিকে সোনাক্ষী যে সলমানের কতটা প্রিয় পাত্রী। সে জানতে আর কারও বাকি নেই। সেই ভাইজান জাহিরকে জীবনের কোন মন্ত্র শিখিয়েছিলেন? জাহিরের বাবা ইকবাল রতনসির বন্ধু সলমান খান। জাহিরের দিদির বিয়েতে গিয়ে তাঁর পারফর্মেন্স দেখেন ভাইজান। আর সেদিনই নাকি এতটাই ইমপ্রেসড হয়েছিলেন ভাইজান। জাহিরকে ব্যবসা ছেড়ে বলিউডে পা রাখতে বলেন। পরে নাকি আবার নিজেই ফোন করে জাহিরকে সাহায্য করবেন বলেন। জাহির ইকবালের প্রথম ছবি নোটবুকের প্রযোজক ছিলেন সলমান। তারও আগে সলমানের ছবি জয় হো-তে সহ পরিচালক হিসেবে কাজ করেন। আরও একটু হবু বর সম্পর্কে জানতে চান তো? দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version