ঘাটাল মাস্টার প্যান রুপায়ন নিয়ে ১২ ই জুন সেচ দফতরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাটালের সাংসদ দেব, আর সেই বৈঠকেই ঠিক হয়েছিল পরবর্তী কর্মসূচি। আপাতত ঘাটালের বন্যার জলের চাপ কমাতে দাসপুরের দুই সেচ খাল চন্দেশ্বর ও শোলাটোপা খালকে গভীর করে খনন করা হবে বলে বেছে নেয় সেচ দফতর। সেই বৈঠকের ১০ দিনের মাথায়, সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এলেন দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে খতিয়ে দেখলেন তারা। সেই বৈঠকেই প্রস্তাব ছিল দাসপুরের দুটি সেচ খালকে শিলাবতী ও কংসাবতীর সাথে যুক্ত করে জলের চাপ কমানো। সেই প্রস্তাব কোনপথ বাস্তবায়ন করা সম্ভব তা খতিয়ে দেখেন সেচ দফতরের আধিকারিকরা। ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ শুরু হতে খুশি এলাকাবাসীও। বছরের পর বছর ধরে বানভাসি হওয়ার সমস্যা থেকে মুক্তির আশায় বুক বাঁধছে ঘাটাল।