এই সময়: প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলার সময়ে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় ট্রেনের পরিষেবা পৌঁছেছিল এক রকম তলানিতে। নিত্যযাত্রীদের লাইফলাইনে ধাক্কার রেশ পৌঁছেছিল কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গায়। তবে যে লক্ষ্যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হয়েছে, শনিবার হলো তারই সূচনা। এ দিন শিয়ালদহ স্টেশনের ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলতে শুরু করেছে।রেল জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যে ৩ নম্বর এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে এবং তখন ওই দু’টি প্ল্যাটফর্ম থেকেও ১২ কোচের লোকাল ট্রেন যাতায়াত করতে পারবে। ১২ কামরার এক-একটি ট্রেনে অতিরিক্ত প্রায় হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। রেলের হিসেবে, ট্রেনের আসন সংখ্যাও প্রায় ২৫ শতাংশ বাড়বে।

অফিস টাইমে আর বাদুড়-ঝোলা নয়! এবার শিয়ালদা উত্তরের সব ট্রেন 12 বগির
রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে রোজ প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় এতদিন শিয়ালদহ স্টেশনে ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চালানো যেত না। আগে শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলত।

হাওড়া স্টেশনে রেলের ক্যাম্প কোর্ট, বিনা টিকিটের যাত্রীদের থেকে ২ লাখ টাকারও বেশি সংগ্রহ
শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার সব ইএমইউ লোকালকে ১২ বগির করে দেওয়া হলেও মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার। রেলের লক্ষ্য হলো, শিয়ালদহের সব শাখাতেই ১২ কামরার ট্রেন চালানো। আর কয়েক মাসের মধ্যেই কাজ পুরোপুরি শেষ হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। রেলের বক্তব্য, ৯ কামরার ট্রেনে বিধাননগর এবং দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে অসুবিধে হতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version