এই সময়: প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলার সময়ে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় ট্রেনের পরিষেবা পৌঁছেছিল এক রকম তলানিতে। নিত্যযাত্রীদের লাইফলাইনে ধাক্কার রেশ পৌঁছেছিল কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গায়। তবে যে লক্ষ্যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হয়েছে, শনিবার হলো তারই সূচনা। এ দিন শিয়ালদহ স্টেশনের ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলতে শুরু করেছে।রেল জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যে ৩ নম্বর এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে এবং তখন ওই দু’টি প্ল্যাটফর্ম থেকেও ১২ কোচের লোকাল ট্রেন যাতায়াত করতে পারবে। ১২ কামরার এক-একটি ট্রেনে অতিরিক্ত প্রায় হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। রেলের হিসেবে, ট্রেনের আসন সংখ্যাও প্রায় ২৫ শতাংশ বাড়বে।
রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে রোজ প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় এতদিন শিয়ালদহ স্টেশনে ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চালানো যেত না। আগে শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলত।
রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনে রোজ প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় এতদিন শিয়ালদহ স্টেশনে ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চালানো যেত না। আগে শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলত।
শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার সব ইএমইউ লোকালকে ১২ বগির করে দেওয়া হলেও মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার। রেলের লক্ষ্য হলো, শিয়ালদহের সব শাখাতেই ১২ কামরার ট্রেন চালানো। আর কয়েক মাসের মধ্যেই কাজ পুরোপুরি শেষ হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। রেলের বক্তব্য, ৯ কামরার ট্রেনে বিধাননগর এবং দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে অসুবিধে হতো।