রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না-হওয়ায় চাষের জমিতেই নষ্ট হচ্ছে সবজি। বাজারে পর্যাপ্ত জোগান না থাকায় সব্জীর দাম আকাশছোঁয়া। এই অবস্থায় বাজারে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। সোমবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে চক্ বাজার সর্বত্রই ঘুরে দেখা গেল বেগুন, কাঁচা লঙ্কা, বরবটি, করলা সেঞ্চুরি পার করে ফেলেছে। এদিন শহরের মাচানতলা ও চক বাজারে টমেটো ১০০, কাঁচা লঙ্কা ১৫০, বরবটি ১১০, করলা ১২০, বিনস ২৫০, বেগুন ১০০, ঝিঙ্গা ৮০, পটল ৬০, শশা ৮০, লাউ ৫০, কুমড়া ২০, ক্যাপসিকাম ২০০ ও ধনেপাতা ৩০০, জ্যোতি আলু ৩০, চন্দ্রমুখী ৪০ ও পিঁয়াজ ৪০, আদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে আসা মানুষজন জানিয়েছেন, রোজগারের একটা বড় অংশ সব্জী বাজারেই চলে যাচ্ছে। শাক সব্জীর যা দাম খেয়ে বেঁচে থাকাই দুস্কর। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কোন পক্ষেরই সদর্থক ভূমিকা চোখে পড়ছেনা বলে ক্রেতাদের একাংশের অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version