শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিট এবং কসবা অ্যাক্রোপলিস মলের ভয়াবহতা কাটতে না কাটতেই বড়বাজারের কাছে মেহেতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর মেলেনি এখনও। তবে ঠিক কী কারণে আগুন লাগে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, মেহেতা বিল্ডিংয়ের এলাকাটি বেশ ঘিঞ্জি। সেখানে রয়েছে ওষুধের একটি পাইকারি দোকান এবং রাসায়নিকের একটি দোকান। আগুন লাগার ঘটনায় তীব্র যানজট তৈরি হয়েছে ওই এলাকায়। দমকল কর্মীরা খতিয়ে দেখছেন আগুন লাগার কারণ। পাশাপাশি তাঁরা এও দেখছেন যে ভিতরে কেউ আটকে রয়েছেন কী না। দেখে নিন ভিডিয়ো।