হাবরা স্টেশনে এখন এক কথায় সকলেই চেনেন এক দিদিকে। ইতিমধ্যে তিনি ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ান শো-তে। স্টেশন চত্বরে তার দোকানেই স্বল্পমূল্যে মিলছে সুস্বাদু খাবার, আর সেই খাবার কিনতে প্রায় ঘন্টাখানেকও দাঁড়িয়ে থাকতে হয় ভোজন রসিকদের, সাথে পড়ে লম্বা লাইন। হাবরা স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এখন এমনটাই যেন চেনা ছবি হয়ে উঠেছে স্বাদে আল্লাদে দোকানের সামনে। হান্ডি চিকেন ও মটন বিখ্যাত এই দোকানে। এই হান্ডি মাংস তৈরি করেই সোশ্যাল মিডিয়ার দৌলাতে রীতিমতো ভাইরাল গৃহবধূ জ্যোতি অধিকারী। হাবরা স্টেশনে নামলে যে কেউ একবারে দেখিয়ে দেবে জ্যোতিদির দোকান। দুই সন্তান স্বামী ও পরিবার নিয়ে এখন খোশ মেজাজে দোকান সামলান হাবরা স্টেশনের এই দিদি নাম্বার ওয়ান। তাই জ্যোতিদির হাতে হাড্ডি চিকেন ও বাসন্তী পোলাও এর স্বাদ নিতে চাইলে আসতেই পারেন হাবরার স্টেশনের স্বাদে আল্লাদে দোকানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version