কৌশিক প্রধান
কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে গিয়ে রাজ্যে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সেই কারখানার নির্মাণ হতে বছর দেড়েক লাগবে বলে শুক্রবার জানিয়েছেন সৌরভ।টিএমটি বার নির্মাতা সংস্থা ক্যাপ্টেন স্টিল কারখানাটি গড়ে তুলবে। উল্লেখ্য, ক্যাপ্টেন স্টিলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তিনি গত ১৫ বছরের বেশি সময় ধরে ক্যাপ্টেন টিএমটি বার-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

এদিন কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে তাঁর ঘোষিত ইস্পাত কারখানা সম্পর্কে ‘এই সময়’-এর প্রশ্নের উত্তরে সৌরভ জানান, গড়বেতায় ৪০০ একর জমিতে কারখানাটি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। বছর দেড়েকের মধ্যে কারখানার নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশা করছি। মোট ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে।’

তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন স্টিল এই বিনিয়োগ করবে। আগামী দেড়-দু’মাসের মধ্যে কারখানার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে এবং সেখানে সৌরভ থাকবেন বলে জানিয়েছেন।

কী তৈরি হবে ওই কারখানায়?
সৌরভের জবাব, ‘এটা একটা ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট হবে। টিএমটি বার-সহ ইস্পাতের অন্য সব পণ্যই উৎপাদিত হবে ওই কারখানায়।’ এখন ক্যাপ্টেন স্টিলের দু’টি কারখানা রয়েছে। একটি আসানসোলে এবং অন্যটি পাটনায়। আসানসোলে ২০০৭ সাল থেকে কারখানা রয়েছে বলে সৌরভ জানিয়েছেন।

রাজ্যে লগ্নি টানার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাদ্রিদে আয়োজিত শিল্প বৈঠকে সৌরভ ঘোষণা করেছিলেন, ‘আমরা বাংলায় তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তোলা শুরু করছি। এজন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, আমি শুধু ক্রিকেট খেলেছি। কিন্তু, আমরা ২০০৭ সালে একটি ছোট ইস্পাত কারখানা চালু করেছিলাম এবং আগামী ৫-৬ মাসে আমরা মেদিনীপুরে আমাদের নতুন স্টিল প্লান্ট গড়ে তোলার কাজ শুরু করব।’

প্রাক্তন বিসিসিআই সভাপতি তখন জানিয়েছিলেন, শালবনিতে ওই কারখানা গড়ে উঠবে। তবে সূত্রের খবর, শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতার কারণে পরবর্তীকালে গড়বেতায় কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদ্রিদে সৌরভের ঘোষণার পরে ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর সঞ্জয় গুপ্তা সংবাদসংস্থাকে বলেছিলেন, ‘সৌরভ আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। সৌরভের সহায়তায় আমরা পশ্চিমবঙ্গে একটি স্টিল প্লান্ট গড়ে তুলতে চাই। আমরা এজন্য সরকারের কাছে ৬০০-৭০০ একর জমি চেয়ে অনুরোধ করেছি। আমাদের লক্ষ্য, বছরে ১ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট গড়ে তোলা।’

তিনি জানিয়েছিলেন, প্রকল্পটি গড়ে তুলতে ২,৫০০ কোটি টাকা খরচ হতে পারে। বর্তমানে ক্যাপ্টেন স্টিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫.২৫ লক্ষ টন। স্টিল ছাড়াও ফেরো অ্যালয় ও রিয়েল এস্টেট ক্ষেত্রে ব্যবসা রয়েছে ক্যাপ্টেন স্টিল গ্রুপের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version