হঠাৎ দেখে মনে হতেই পারে বোধহয় কোনও শ্যুটিং চলছে, তাও আবার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে। কিন্তু কাছে গেলে বুঝবেন এ ঘোর বাস্তব। প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ার বাসিন্দা চন্দন মন্ডল। রীতিমতো সাজানো গোছানো ঘোড়ার গাড়ি চেপে বিয়ে করতে গেলেন ৩০ কিমি পথ পেরিয়ে সনাবাদের ধরমবেড়িয়া গ্রামে। সেখানে যে দুলহে রাজার জন্যের অপেক্ষায় ছিলেন দীপিকা মন্ডল। এই অঞ্চলের মানুষ এতদিন গল্প কথায় ঘোড়ার গাড়ি চেপে বরের বিয়ে করতে আসার কথা শুনেছেন। চোখের সামনে তা বাস্তব হতে দেখে, অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে এলেন। বৃষ্টিভেজা শনিবারে এই ভিডিয়ো ভাইরাল হতে বিশেষ সময় লাগল না। এই ধূসর দিনলিপিতে এমনই কিছু মুহূর্ত তো রঙের ছোঁয়া নিয়ে আসে, বৈচিত্র আসে রোজনামচার জীবনে।