শিক্ষাক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ফের বড়সড় সাফল্য দেখল বাঁকুড়া জেলা। এবার ন্যাশানাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যাণ্ড নিউরো সায়েন্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাসিন্দা মেঘা দণ্ডপাঠ প্রথম স্থান অধিকার করল। অতি সম্প্রতি এই ফলাফল প্রকাশিত হয়েছে। এবার মেঘার লক্ষ্য এখান থেকে এম.এস.সি শেষ করে পি.এইচডি করা। তাঁর গর্বিত বাবা-মা-ও চান মেয়ে আরও এগিয়ে যাক। মেঘা দণ্ডপাঠ বলেন, ‘আমাদের সমাজে মনের রোগ হলে মানুষ বলতে চায়না, এটা তো সত্যি শরীরের মতো মনেও রোগ বাসা বাঁধতে পারে-এটা স্বাভাবিক ঘটনা’। আর তাই জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই ‘সাইক্রিয়াটিক’ নিয়ে পড়াশুনা করা ও ন্যাশানাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যাণ্ড নিউরো সায়েন্স থেকে ওই বিষয়ে সে পিএইচডি করতে চায় বলে জানায়। আসুন আরও বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।