Kalki 2898 AD vs Jawan: মুক্তির প্রথম সপ্তাহান্তের রোজগারে সালারের আয়কে ছাড়িয়ে গেছে কল্কি। মাত্র চার দিনেই বক্স অফিসে ৩০০ কোটি আয় করেছে কল্কি। ‘সালার পার্ট ১: সিজফায়ার’ মুক্তির প্রথম সপ্তাহে ২০৯ কোটি আয় করেছিল। তবে সালারকে ছাড়িয়ে গেলেও শাহরুখ খানের ‘জওয়ান’ ও রাজামৌলির ‘আরআরআর’কে টপকাতে পারল না কল্কি।
Source link