এদিকে কলকাতাতেও এদিন থাকছে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি থাকতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতায়। কলকাতায় এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। পাশাপশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই দিনাজপুরেও। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদাতেও। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাই নয়, আরও বেশকিছু রাজ্যেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে থাকছে কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ রাজস্থান এবং ওডিশা। এছাড়া অরুণাচল প্রদেশেও আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে অরুণাচল ছাড়াও উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।