রাজ্যে অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বভাস থাকছে। এককথায় বলতে গেলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর বলছে, সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে অনভূত হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

এদিকে কলকাতাতেও এদিন থাকছে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি থাকতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতায়। কলকাতায় এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। পাশাপশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই দিনাজপুরেও। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদাতেও। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাই নয়, আরও বেশকিছু রাজ্যেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে থাকছে কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ রাজস্থান এবং ওডিশা। এছাড়া অরুণাচল প্রদেশেও আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে অরুণাচল ছাড়াও উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version