রবিবার বিকেলে আচমকা দুর্ঘটনার মুখে পড়ে শিয়ালদা বনগাঁ লোকাল। রেলগেটের ভাঙা অংশ ট্রেনের হাইটেনশন তারের উপর পড়ে যায়। তার ছিঁড়ে সোজা পড়ে ট্রেনের উপর। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে তার ছিঁড়ে পড়ার সময় আগুনের ফুলকি দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে যান অনেকে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ট্রেনের কম্পার্টমেন্টে থাকা যাত্রীরা ভয়ে দিশেহারা হয়ে যান। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছিল, হাবরা স্টেশন ঢোকার মুখে ভাঙা রেলগেট হাইটেনশন তারের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার ছিঁড়ে পড়ে ট্রেনের উপর। দেখা যায় আগুনের ফুলকি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেনের গতি কম থাকায় ট্রেন থেকে লাফ দিয়ে নামেন যাত্রীরা। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অনেকে আবার তড়িদাহত হওয়ারও দাবি করছেন অনেকে। বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে বলে দাবি যাত্রী ও স্থানীয়দের।