মঙ্গলের বেলা গড়াতেই কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ধাপা মাঠপুকুর এলাকার একটি কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার বাসিন্দাদের মধ্যে। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা হওয়ার পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়িয়ে যেতে পারত আগুন। কিন্তু দ্রুত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন দমকলকর্মীরা। কর্পোরেশনের অনুমতি ছাড়াই ওই এলাকায় রমরমিয়ে চলছিল মবিল কারখানা। সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় চারদিকে। এমনকী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস। তবে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ক্ষতি হয়েছে একাধিক বাড়ির। পুড়ে খাক বাড়ির ছাদ থেকে ঘর। দেখে নিন সেই ভিডিয়ো।