বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, Yash raj Films-এর স্পাই ইউনিভার্সের অংশ হয়ে আসতে চলেছে উইমেন পাওয়ার। সেই অপেক্ষা এবার শেষ। ৫ জুলাই যশ রাজ ফিল্মস, আলিয়া এবং শর্বরী নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন YRFSpyUniverse-এর নতুন ছবি Alpha-র টিজার। নেটফ্লিক্সের দ্য রেলওয়ে মেন খ্যাত পরিচালক শিব রাওয়ালির পরিচালনায় দেখা যাবে আলিয়া-শর্বরীকে। প্রোমো টিজারে আলিয়া ভাটকে শোনা যাচ্ছে বলতে, ‘গ্রিক অক্ষরের প্রথম অক্ষর আমাদের প্রোগ্রামের মটোও তাই…দ্য ফার্স্ট। দ্য ফাস্টেস্ট। দ্য স্ট্রংগেস্ট। সব শহর জঙ্গলের মতোই। জঙ্গলে যার রাজত্ব, সেই আলফা।’সাধারণত, পুরুষদেরই ‘আলফা’ হিসেবে চিহ্নিত করা হয়ে এসেছে। তবে এই ছবি চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করবে, নারীদের হাতে তুলে দেবে রাজ্যপাট। ক্যাটরিনা কইফ, দীপিকা পাডুকোনের পর এবার যশ রাজের স্পাই ইউনিভার্সের অংশ হতে চলেছেন আলিয়া ভাট। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।