লাদাখে পৌঁছল ডিভিসির পতাকা। জাতীর সেবায় দীর্ঘ ৭৭ বছর ধরে নিয়োজিত ডিভিসি-র পতাকা বিশ্বের সর্বোচ্চ জনপদের পয়েন্ট লাদাখের খারদুঙ্গার মাটিতে পৌঁছে দিলেন ওই সংস্থার কর্মী অরুময় মণ্ডল। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মী তিনি। দুর্গম ট্রিপ সেরে ফিরতেই সহকর্মীরা তাঁকে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নিলেন। সংস্থার ৭৭ বছর উপলক্ষে ডিভিসি-র পতাকা বিশ্বের সর্বোচ্চ জনপদ খারদুঙ্গায় উত্তোলন করলেন অরুময় মণ্ডল। দীর্ঘ ৭ হাজার ৩০০ কিলোমিটার পথ বাইকে পাড়ি দিয়েছিলেন তিনি। ২২ দিনের ট্রিপ শেষ করে তিনি অফিসে ফিরে আসতেই ফুল ও মালা দিয়ে তাঁকে সংবর্ধনা জানান ডিভিসি-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী অরুময় মণ্ডলকে। উপস্থিত ছিলেন সংস্থার চিফ ইঞ্জিনিয়ার আর.কে অনুভবি, মানব সম্পদ উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার রজক, ডেপুটি জেনারেল ম্যানেজার অশোক কুমার তেওয়ারী সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version