বর্ষা আসতে না আসতেই ফের ডেঙ্গির আতঙ্ক। ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। কোথাও ছাড়া হচ্ছে গাপ্পি মাছ কোথাও আবার ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। শুধু এই বারেই নয় প্রত্যেক বারই বর্ষার সময় শহর ও শহরতলিতে মাথা চাড়া দেয় ডেঙ্গু। এবার ডেঙ্গি নিয়েই মানুষকে সচেতনতার বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব না জানালেন ফিরহাদ। তিনি আরও বলেন, পুরসভার তরফে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তুু কেবলমাত্র মানুষ সচেতন হলেই ডেঙ্গির সঙ্গে লড়াইয়ে জেতা যাব। পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন, সপ্তাহে একবার করে ছাদে বা বাড়ির চারপাশে দেখার কোথাও জল জমে আছে কি না। আর কী বললেন তিনি, শুনে নেব।