কামারহাটির ফের এক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) নিয়ে বিতর্ক। ভিডিয়োতে এক মহিলাকে মারধর করতে দেখা গিয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া আড়িয়াদহ ক্লাবের মধ্যে মহিলাকে গণপিটুনির ভিডিয়ো নিয়ে এবার স্বতঃপ্রণোদিত মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি ওই ভিডিয়োতে থাকা দু’জন ব্যক্তি ইতিমধ্যেই জেলে রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বাকিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে। যাকে পেটানো হচ্ছে তিনি একজন মহিলা বলেও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে।

বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে পুরনো ভিডিয়ো এতদিন বাদে শেয়ার করে বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘এটি 2021 সালের মার্চের একটি পুরানো ভিডিয়ো। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সহযোগীরা। ভিডিয়োতে যাদের দেখা গিয়েছে, তাদের মধ্যে দুই ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছে।’ বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ঋজু বলেন, ‘এটা স্পষ্ট যে বিজেপি, বাংলায় প্রত্যাখ্যাত হওয়ার পরে, তৃণমূলকে টার্গেট করতে এবং রাজ্যকে কলঙ্কিত করতে এই ধরণের ভিডিয়ো ব্যবহার করছে।’

West Bengal Mob Lynching : একের পর এক গণপিটুনির ঘটনায় সতর্কতার নির্দেশ, ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তা

প্রসঙ্গত, আড়িয়াদহে মা ও ছেলেকে গণপিটুনি কাণ্ডে ইতিমধ্যেই জেল হেফাজতে জয়ন্ত সিং। আর তারই মাঝে বঙ্গ বিজেপির তরফ থেকে ভাইরাল এক গণপিটুনির ভিডিয়ো সামনে আসায় ছড়িয়েছে নতুন করে চাঞ্চল্য। দেখা যাচ্ছে এবারও অভিযুক্ত সেই জয়ন্ত সিং ও তার সাগরেদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনজন লোক এক মহিলাকে চ্যাংদোলা করে ধরে আছে। আরেকজন লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে অনবরত। মহিলা চিৎকার করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আর বেশ কয়েকজন লোক পাস থেকে মহিলার সেই আর্তনাদ শুনে হাসাঠাট্টা করছেন।

Mob Lynching : ফের গণপিটুনিতে মৃত্যু! চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ ভাঙড়ে
উল্লেখ্য, আড়িয়াদহকাণ্ডে ৪ দিন আগেই পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। সামান্য একটি বচসা থেকে আড়িয়াদহ এলাকায় এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে এই জয়ন্ত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। নিজের ছেলেকে বাঁচাতে এসে আহত হন তাঁর মাও। দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও বহুবার মারধর, মাস্তানির অভিযোগ উঠেছে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে। তদন্তে নেমে প্রথমেই ৮ জনকে পুলিশ গ্রেফতার করে পুলিশ। ঘটনার চার দিন পর পুলিশের হাতে আসে জয়ন্ত সিংও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version