আজ বিপত্তারিণী পুজো। কথিত আছে, সাধারণ মানুষ বিপদ থেকে উদ্ধার পেতেই এই দেবীর পুজো করে হাতে লাল সুতোর ধাগা ধারন করত। এই পুজো করার জন্য প্রয়োজন হয় ১৩ রকম ফুল, ফল, পান, সুপারি এবং ১৩ গাছা লাল সুতো যাতে দূর্বা দিয়ে ১৩টি গিঁট বাঁধতে হয়। সব শেষে পুজোর পরে শোনা হয়ে থাকে বিপত্তারিণীর ব্রতকথা। সাধারাণত মহিলারাই এই ব্রতকথা পালন করে থাকেন। আজ শহর থেকে জেলার বিভিন্ন মন্দিরে পালিত হচ্ছে এই পুজো। তেমনই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রয়েছে এক ঐতিহ্যবাহী প্রাচীন বর্গভীমা মায়ের মন্দির। এ দিন সকাল থেকেই মন্দিরে দেখা গিয়েছে বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। পাশাপাশি ভিড় সামাল দেওয়ার জন্য তমলুক থানার পক্ষ থেকে বসানো হয়েছে পুলিশের নজরদারি। দেখে নিন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version