৮ জুলাই দিনটিতেই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ নেওয়া হয়েছিল। দুর্ঘটনার রুখতেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এই উদ্যোগেরই বর্ষপূর্তি পালন হচ্ছে রাজ্যে (West Bengal Government)। রাজ্য পুলিশের তরফে স্কুল থেকে শুরু করে রাস্তায় দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। অন্যদিকে, ৮ জুলাই মমতা বন্দ্যোধ্যায়ের এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগের ফলে পথ দুর্ঘটনা অনেকটাই কমেছে, পোস্টে এও লেখা হয়েছে এই প্রচার অভিযান চলবে। সেফ ড্রাইভ সেফ লাইফের বর্ষপূর্তি উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে শুরু হয়েছে সচেতনতার প্রচার চলল। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।