৬৪ পূর্ণ করলেন বলিউডের প্রাক্তন নায়িকা ও মেগা মডেল সঙ্গীতা বিজলানী। ১৯৬০ সালের এমনই এক বৃষ্টিভেজা ৯ জুলাই মুম্বইয়ের সিন্ধি হিন্দু পরিবারে জন্ম সঙ্গীতার। মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন সঙ্গীতা। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৮০ সালে জিতে নেন মিস ইন্ডিয়ার খেতাব। অংশ নেন মিস ইউনিভার্সের প্রতিযোগিতায়। ১৯৮৮ সালে বলিউডে ডেবিউ তাঁর। ১৯৯৪ সালে সলমানের সঙ্গে বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়। বিলি হয় আমন্ত্রণ পত্র। কিন্তু কোনও এক অজানা কারণে সেই বিয়ে ভেঙে যায় এবং ১৯৯৬ সালে সঙ্গীতা গাঁটছড়া বাঁধেন ক্রিকেট তারকা মহম্মদ আজহারুদ্দিনের সঙ্গে। সেই বিয়েও ভাঙে ২০১০ সালে। তবে সলমানের ৫৭ বছরের জন্মদিনে ফের পুরনো বন্ধুর কাছে ফিরে আসেন সঙ্গীতা। এখন তাঁরা খুব ভালো বন্ধু। আর সলমান তো ভালোই জানেন প্রাক্তনদের খেয়াল রাখতে।