নশনের টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরছিলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর হাতেই ছিল টাকার ব্যাগটি। ফেরার পথে ছিনতাই হয়ে যায় ব্যাগটি। লক্ষাধিক টাকা ছিনতাই হয়ে যায়। এক মোটর বাইক আরোহী তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। অবসর জীবনের সঞ্চিত ধন হারিয়ে বেসামাল হয়ে পড়েন নদিয়ার শান্তিপুরের ওই বাসিন্দা। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পাঁচদিনের মাথায় শান্তিপুর পুলিশের উদ্যোগে ফিরে পেলেন তিনি সেই হারিয়ে ফেলা টাকা। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্তকেউ। আজ ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩২ হাজার ২০০ টাকা ফিরে পেলেন মনীন্দ্রনাথ ভট্টাচার্য। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।