অনন্ত-রাধিকার বিয়ের আগে একাধিক অনুষ্ঠানে সরগরম বিনোদন দুনিয়া থেকে মুম্বই শহর। সঙ্গীত অনুষ্ঠান থেকে হলদি অনুষ্ঠানে একাধিক বলি তারকা থেকে খেলার জগতের পাশাপাশি আরও অনেককে দেখা গিয়েছিল (Hollywood Masked Men)। এইবারে মঙ্গলবার রাতে মুম্বইয়ে এসে পৌঁছালেন মাস্কে মুখ ঢাকা দুই ব্যক্তি (Anant Radhika Wedding)। তাঁদের চলন, বলন যেন হলিউডের কোনও সায়েন্স-ফিকশন সিনেমার চরিত্রের মতোই। কারা এঁরা? আর কেনই বা মুম্বইয়ে অবতরণ? জোর গুঞ্জন, হলিউডের কোনও হাই প্রোফাইল স্টার এসেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের কোনও অনুষ্ঠানে অংশ নিতে (Ambani Marriage)। বাকিটা ক্রমশ প্রকাশ্য। এইদিকে আমাদের চোখ থাকবে, আপাতত আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version