এদিন নিজের জয় নিয়েও আত্মবিশ্বাসী দেখায় মুকুটমণি অধিকারীকে। একইসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকেও এদিন নিশানা করেন তৃণমূল প্রার্থী। এমনকী ২০১৯ সালে জগন্নাথ সরকারকে জেতানোর নেপথ্যে তাঁর অনেক ভূমিকা ছিল বলেও দাবি করেন মুকুটমণি।
মুকুটমণিকে অবশ্য পালটা জবাব দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে হেরে মুখ পুড়েছে। আবার উপনির্বাচনে দাঁড়িয়েছেন, এবারও হারবেন। তিনি (মুকুটমণি অধিকারী) আগাম বুঝতে পেরে গিয়েছেন, তাই উলটোপালটা কথা বলা শুরু করেছেন।’ আসলে এই সবই আদতে মকুটুমণির অজুহাত বলেই দাবি জগন্নাথ সরকারের।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থীও করে তৃণমূল। যদিও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেননি মুকুটমণি। ফের একবার ওই কেন্দ্র থেকে জয়ী হন জগন্নাথ। এদিকে ভোটে লড়াইয়ের আগে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন মুকুটমণি। তার ফলে ওই কেন্দ্রে আয়োজিত হয় উপনির্বাচন।