সুহানা খান। এখন আর তাঁর একমাত্র পরিচয় শাহরুখ খানের মেয়ে হিসেবে নয়। এখন তিনি নিজেও নায়িকা। প্রথম ছবি নেটফ্লিক্সে রিলিজ করলেও, সিলভার স্ক্রিনে ডেবিউ করার জন্যেও এক্কেবারে রেডি সুহানা। পাশে থাকবেন বাবা শাহরুখ খান। তবে শুক্রবার অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে মা-বাবার সঙ্গে রেড কার্পেটে নয়, সুহানা এলেন দাদা আরিয়ানের সঙ্গে। সবে যখন তাঁর সেক্যুইন্ড শাড়ি নিয়ে আলোচনা জমেছে, অমনি সেকেন্ড লুকে ফের ধরা দিলেন নায়িকা। এবার আবার লেহেঙ্গা চোলি। লুক বদলে রাজ কি কোনও পারফর্মেন্স? সে হতেই পারে। তবে বলতেই হবে, এথনিক লুক বড্ড মানায় বাদশাকন্যাকে। আরিয়ান খানও কিন্তু বাবার মতোই বেশ হ্যান্ডসাম! এদিন রেড কার্পেটে নজর কাড়লেন দি এভারগ্রিন রেখা। তাঁর সিগনেচার কাঞ্জিভরম শাড়ির সঙ্গে হেভি এমব্রয়ডারির ভেলভেট ব্লাউজে রয়্যাল লুক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version