১৩ জুলাই অনন্ত-রাধিকার আর্শীবাদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন সঞ্জয় দত্ত। স্ত্রী মান্যতা ও নিজেদের ছেলে মেয়েকে নিয়ে হাজির হন তিনি। মান্যতার শাড়ির সঙ্গে মিলিয়ে সাদা শেরওয়ানি পরেছিলেন মুন্নাভাই। যার বুকে ছিল সোনালি জরিতে ঘোড়ার মোটিফের হেভি ওয়ার্ক। ফটোগ্রাফারদের অনুরোধে সপরিবারে পোজ দেওয়া শেষ করতে না করতেই আচমকা পিছনে নয়া অতিথিকে আসতে দেখেই ফটোগ্রাফারদের জোরালো ডিমান্ড। পিছনেই আসলে ছিলেন পর্দার সঞ্জু ওরফে রণবীর। আম্বানিদের অনুষ্ঠানে এক ফ্রেমে লেন্সবন্দি হলেন দুই সঞ্জু। দুই অভিনেতার পরনের পোশাকের কম্বিনেশনও ছিল দারুণ। রণবীরের ব্ল্যাক অ্যাটায়ার অনুরাগীদের মনে ঝড় তুলতে বাধ্য। উল্লেখ্য, বিয়ের অন্যান্য অনুষ্ঠানে রণবীরের পাশে আলিয়াকে দেখা গেলেও এদিন একাই এসেছিলেন শিবা। সঙ্গী হন ব্রহ্মাস্ত্র পরিচালক বন্ধু অয়ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version