৪১ পূর্ণ করলেন ক্যাটরিনা কইফ। তবে আম্বানিদের বিয়ে মিটতেই তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে। এদিকে এবার ক্যাটের বার্থ ডে মিস ভিকির! ব্যাড নিউজ দর্শকের দরবারে পৌঁছে দিতে ভিকি এতটাই বিজি যে লন্ডনে উই টাইম আর কাটানো হল না এবার। এই শুক্রবারই মুক্তি পেতে চলেছে তৃপ্তি দিমরির সঙ্গে তাঁর নতুন ছবি। তারই শেষ মুহূর্তের প্রচারে চূড়ান্ত ব্যস্ত ভিকি কৌশল। ব্যাগি ট্রাউজার্স আর সামার জ্যাকেটে পুরো হট চকোলেট ভিকি! এক অদ্ভুত মেডিক্যাল কন্ডিশন নিয়ে তৈরি অ্যামি-তৃপ্তি-ভিকির ছবি ব্যাড নিউজ। নারীর গর্ভে একই সঙ্গে দুই পুরুষের সন্তান, তাও আবার যমজ! কীভাবে জট ছাড়াবে? তা তো ছবি মুক্তি পেলেই জানবেন। তা আপনি যাচ্ছেন তো হলে এই ছবি দেখতে? কেমন লাগল অবশ্যই জানাবেন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।