শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: হাতে আর মাত্র একদিন। একুশে জুলাইয়ে প্রস্তুতি তুঙ্গে। ধর্মতলায় সভামঞ্চ পরিদর্শন করলেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। বললেন, ‘পরিকল্পনা মতোই কাজ হচ্ছে’।

আরও পড়ুন: Train Service: ‘খবরটি সত্য নয়’, শনি ও রবিবার শিয়ালদহে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক!

লোকসভা ভোটে রাজ্যে বেনজির সবুজ ঝড়। ৪২-র মধ্যে ২৯ আসনেই জিতেছে তৃণমূল। বিভিন্ন জেলা থেকে কর্মী আসতে শুরু করেছেন কলকাতায়। ঘাসফুল শিবিরের দাবি, ধর্মতলায় একুশের জুলাইয়ের সভায় এবার রেকর্ড ভিড় হবে। সভার প্রস্তুতি চলছে জোরকদমে।

একুশের আয়োজন

মূল মঞ্চের আয়তন দৈর্ঘ্যে ৫২ ফুট, প্রস্তে ২৪ ফুট

মূল মঞ্চে থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব. সাংসদ, বিধায়ক মন্ত্রী ও আমন্ত্রিতরা

মূল মঞ্চে ওঠার জন্য থাকতে পারে ব়্যাম্প

কাউন্সিলরদের জন্য ভিন্ন মঞ্চ

মঞ্চের আয়তন দৈর্ঘ্য়ে ৪৮ ফুট, আর প্রস্তে ২৪ ফুট ২৪ ফুট

‘শহিদ’ পরিবারের জন্য পৃথক মঞ্চ

মঞ্চের আয়তন দৈর্ঘ্যে ৪০ ফুট, প্রস্তে ২৪ ফুট

আরও পড়ুন:  Accident: বাস থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! ‘পুলিস খবর দেয়নি’, হাসপাতালে বিক্ষোভ পরিবারের..

এদিন বিকেলে রীতিমতো নকশা হাতে নিয়ে ধর্মতলায় একুশ জুলাইয়ে সভামঞ্চ পরিদর্শন করেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘প্রত্যেকবারের মতো এবারও ৩ জিনিস খুব গুরুত্বপূর্ণ। ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাউড কন্ট্রোল এবং সুরক্ষা। অনেক ভিআইপি থাকবেন। তাঁদের নিরাপত্তা পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে জিনিসের উপর অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা মতোই কাজ হচ্ছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version