২১ জুলাই সকাল থেকে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শনিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার ২১ জুলাইও তিলোত্তমায় বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৭.৬ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই চলবে বৃষ্টিপাত। আকাশ থাকবে আংশিক মেঘলা। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।