ব্যবসায় অংশীদার করার নাম করে বড়সড় আর্থিক প্রতারণা। পুলিশের জালে প্রাক্তন সেনা কর্মী। এক মহিলার কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনা বাঁকুড়া জেলার মেজিয়া এলাকায়। অভিযুক্তকে আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা পুষ্প বন্দ্যোপাধ্যায় নামে একজন মহিলাকে আর্থিক প্রতারণা করার অভিযোগ। একটি পেট্রল পাম্পের শেয়ার দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকা প্রতারণার করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী অমিত কুমার থাপা। মহিলার অভিযোগের ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের থেকে অমিত কুমার থাপা নামে ওই প্রাক্তন সেনাকর্মীকে গ্রেফতার করে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ।

মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও এই প্রতারণার ঘটনায় মেজিয়ার বাসিন্দা প্রসেনজিৎ তেওয়ারি নামে আরও এক অভিযুক্ত পলাতক এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। সরকারি আইনজীবীর দাবি, দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে একটি চক্র কাজ করছে। একজনকে গ্রেফতার করা হলেও আরও অনেকে যুক্ত রয়েছে এই প্রতারণার সঙ্গে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

সরকারি আইনজীবী পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই সেনা কর্মী স্থানীয় একটি পেট্রল পাম্পের ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ওই মহিলাকে প্রস্তাব দেয়। পেট্রল পাম্পের অংশীদারিত্ব দেওয়ার নাম করে তাঁর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু, পরে ওই মহিলা বুঝতে পারেন তাঁর সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে। এরপরেই জেলা পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ আর্থিক প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ভুয়ো ফোন, জালে পা দিয়ে কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা
জেলায় জেলায় বিভিন্ন কায়দায় আর্থিক প্রতারণার শিকার হতে হচ্ছে জনসাধারণকে। এমনকী, প্রতারণার সঙ্গে যুক্ত থাকছেন সমাজের অনেক প্রভাবশালী মানুষ। যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে জেলা পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version