জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri), নামটা দেশে অনেকেরই জানা। তিনি ‘বাগেশ্বর বাবা’, ‘বাগেশ্বর মহারাজ’, ‘বাগেশ্বর ধাম সরকার’ নামেও ভক্তদের কাছে পরিচিত। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার স্বপ্নে বিভোর এই মহারাজ। এহেন ধীরেন্দ্র শাস্ত্রীর দরবারে ফের একবার ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী (T20 World Cup 2024) তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
আরও পড়ুন: টেনিসের আকাশ থেকে খসে পড়বে এক নক্ষত্র! প্যারিসই অন্তিম স্টেশন সোনাজয়ী অলিম্পিয়ানের
গুরুপূর্ণিমার দিন ২৮ বছরের ধর্মগুরুর চরণতলে বসে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে কুলদীপকে। ২৯ বছরের ক্রিকেটার দেশের একমাত্র ‘চায়নাম্যান’ স্পিনার। গতবছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, রোহিত শর্মা অ্যান্ড কোং ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে এসেছেন। তার আগেও কুলদীপ এসেছিলেন মধ্যপ্রদেশের ছত্তরপুরে অবস্থিত এই হনুমান মন্দিরে। এখানকার প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। মন্দির কর্তৃপক্ষই কুলদীপের ভিডিয়ো শেয়ার করেছে এক্স হ্য়ান্ডেলে।
ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দরবারে রোজ লাখো লাখো মানুষ ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে বিগত কয়েক বছর একাধিক বিতর্কে জড়িয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। কখনও তাঁর বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগ উঠেছে, তো কখনও তাঁর ঐশ্বরিক ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে।
আগামী ২৭ জুলাই থেকে ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু। তিনটি টি-২০ ও সমসংখ্য়ক ওডিআই খেলবে দুই পড়শি দেশ। তবে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দেশের এক নম্বর স্পিনারকে। কিন্তু তাঁকে পাওয়া যাবে ওডিআই সিরিজে। শ্রীলঙ্কায় উড়ে যাওযার আগে কুলদীপ তাঁর গুরুকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে এলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ আই স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্য়ামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খালিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্য়াটেল, খালিল আহমেদ, হর্ষিত রানা।
আরও পড়ুন: দল ছাড়ছেন রোহিত-পন্থ-রাহুল! পরপর আসছে মেগা আপডেট, এখনই সরগরম আইপিএলের বাজার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)