বাজারে গেলেই আলুর দামের ছ্যাঁকা। দামে সবজিকে টেক্কা দিয়ে দৌড়চ্ছে আলু। ধর্মঘট ওঠার পরেও দাম কমেনি বলে অসন্তোষ ক্রেতাদের। ধর্মঘট উঠে গেলেও আলুর দাম তেমন কমেনি। কারণ নিয়ে মুখ খুললেন বিক্রেতারাও। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যাবেলায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনও বাজারে এসে পৌঁছয়নি। তা পৌঁছলে আলুর দাম কমবে বলেই মনে করছেন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা। তবে শুক্রবারের মধ্যেই সমস্ত বাজারে আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে। তার পর আলুর দাম কমবে বলেই মনে করছেন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা। আশায় বসে রয়েছেন ক্রেতারা।আসুন বিস্তারিত দেখে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version