কলকাতা মেট্রো হতে চলেছে আরও হাইটেক। মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এই তিন স্টেশনে যাত্রীরা আসা যাওয়া করলেও থাকবে না কোনও টিকিট বুকিং কাউন্টার। বুকিং কাউন্টার বিহীন’ স্টেশনে পরিণত হতে চলেছে তারাতলা, শখের বাজার ও কবি সুকান্ত স্টেশন। আগামী পয়লা অগাস্ট থেকেই একটি পাইলট প্রকল্প হিসাবে এই তিন স্টেশনে থাকবে না কোনও বুকিং কাউন্টার। রেল সূত্রে খবর, উল্লেখিত তিনটি স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম। তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী মাত্র ৭০ জন। সেখানে গড়ে ২২০ জন যাত্রী কবি সুকান্ত স্টেশন থেকে মেট্রো ধরেন । শখেরবাজারে গড় যাত্রী সংখ্যা সারাদিনে ৫৫জন। তাই রেল সিদ্ধান্ত নিয়েছে ওই তিন স্টেশনে টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও উপস্থিত থাকবেন না। এর বদলে ওই তিন স্টেশন থেকে মেট্রো ধরতে আসা যাত্রীরা স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনকে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version