শ্রাবণ মাসের সোমবারে শিব আরাধনায় মগ্ন ভক্তেরা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে উপচে পড়ছে ভিড়। এমন দিনে ভক্তদের ভিড়ে পা রাখা দায় উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের মানিকতলা শিব মন্দিরে। এই মন্দিরে রয়েছে এক বিরল শিবলিঙ্গ। যা পৃথিবীর মাত্র তিন জায়গাতেই দেখা যায়। এমন পুন্য তিথিতে এই বিরল শিবলিঙ্গের পুজার্চনায় ভিড় জমিয়েছেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস, হরগৌরীর এই রূপের সামনে মন থেকে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না দেবাদিদেব। আর তাতেই বহুগুণে মাহাত্ম্য বেড়েছে এই মন্দিরের। পাশাপাশি এই মন্দির চত্বরেই রয়েছে আরও ১০৭টি শিবলিঙ্গ। যার কারণে একই জায়গায় ১০৮ টি শিবলিঙ্গ প্রদক্ষিণ করে পুজো করতে পারেন ভক্তরা। এখন শ্রাবণ মাস হওয়ায় ভিড় বেড়েছে আরও কয়েকগুণ। যশোর রোডের পাশে মানিকতলা এলাকার এই শিব মন্দিরে তাই এখন প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই লাল শিবকে পুজো দিতে। শুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মহাদেবকে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নিজেদের মনের ইচ্ছা জানাচ্ছেন ভক্তরা। অশোকনগর মানিকতলা শিব মন্দিরে শ্রাবণের সোমে নেমেছে জনতার ঢল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version