মৌমিতা চক্রবর্তী: ‘প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি’! দিল্লির কংগ্রেস নেতৃত্বে আচরণে যখন রীতিমতো ক্ষুব্ধ  অধীর চৌধুরী, তখন প্রদেশ কংগ্রেসের অন্দরেই ভিন্নসুর! শঙ্কর মালাকারের মতে, ‘এতে রাগারাগি বা পক্ষে-বিপক্ষের কী আছে! তুমি পদত্যাগ জমা দিয়েছ, হাইকমান্ড যদি গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে হাইকমান্ডের সঙ্গে কথা বলে নিলেই হয়। তাহলে নিয়োগপত্র নিয়ে আবার কাজে নামুক’।

আরও পড়ুন:  Kerala Wayanad Landslide| Mamata Banerjee: ‘ভয়াবহ বিপর্যয়’, কেরলের ওয়ানাডে যাচ্ছে তৃণমূলের দুই সাংসদের প্রতিনিধিদল!

শঙ্কর মালাকার বলেন, ‘আমি একজন  কংগ্রেস কর্মী হিসেবে কংগ্রেস হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস হাইকমান্ডের কাছে তুমি পদত্যাগপত্র জমা দিয়েছ, হাইকমান্ড তোমার পদত্যাগ গ্রহণ করে তোমায় বলেছে প্রাক্তন। এতে রাগারাগি বা পক্ষে-বিপক্ষের কী আছে! তুমি পদত্যাগ জমা দিয়েছ, হাইকমান্ড যদি গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে হাইকমান্ডের সঙ্গে কথা বলে নিলেই হয়। তাহলে নিয়োগপত্র নিয়ে আবার কাজে নামুক। কার কথাটা বিশ্বাস করর! হাইকমান্ডের কথাটা বিশ্বাস করব, নাকি সংবাদপত্রের কথাটা বিশ্বাস করব’।

ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটে এ রাজ্য বেনজির সবুজ ঝড়। ৪২ আসনের মধ্যে ২৯টিতেই জিতেছে তৃণমূল। কংগ্রেস ঝুলিতে মাত্র ১ আসন। এমনকী, বহরমপুরে হেরে গিয়েছেন স্বয়ং অধীরও। এবার কি প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে সরছেন? ভোটের জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।

সোমবার দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেস হাইকমান্ড। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অধীর। আলোচনা শুরু আগেই তাঁকে ‘প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি’ বলে সম্বোধন করেন  রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর। তাতে চটেছেন বহরমপুর প্রাক্তন সাংসদ। তিনি বলেন, ‘আমি তো রেজিগনেশন দিয়েছি খাড়গে সাহেবকে। গ্রহণ করবে কি করবে না, সে তো খাড়গে সাহেবের বিষয়। কী সিদ্ধান্ত নিল আমাকে একটা আভাস দেওয়া দরকার। সেটা তো কার্টেসির মধ্যে পড়ে। অথচ আমায় প্রাক্তন সভাপতি হিসাবে উল্লেখ করলেন মীর সাহেব। উনি বাংলার কতটা বোঝেন জানা নেই। তাই তো বৈঠকে এমন অনেক মুখ দেখলাম না, যাঁরা রাজ্যে জান লড়িয়ে দলটা করে’।

আরও পড়ুন:  Kolkata: মহাপ্লাবন! প্রায় ২০ ফুট উঁচু ভয়ংকর ঢেউয়ের নীচে কি এবার তলাবে তিলোত্তমা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version