রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের উত্থান নিয়ে প্রশ্নে সাফ জবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এই বারিক। মঙ্গলবার বসিরহাটের বাসিন্দা আবদুল বারিক বিশ্বাসের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সংগ্রামপুরে বারিকের বাড়ির কাছে রয়েছে তাঁর চালকল। মঙ্গলবার দু’জায়গাতেই চলে অভিযান। পাশাপাশি, রাজারহাটের ফ্ল্যাটেও চলেছে অভিযান। তারপর থেকেই তাঁর সম্পত্তির খতিয়ান নিয়ে আলোচনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে এবারে মন্তব্য করেন কুণাল ঘোষ আনন্দপুরে পানশালায় ভাঙচুরের ঘটনাতেও মন্তব্য করলেন তিনি। কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।