প্রতিবেশী দেশে অশান্তির বাতাবরণ। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে BSF। নদিয়ায় ৮ম ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা রানাঘাটের এসডিও এবং এসডিএম সহ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর সীমান্ত নিকটবর্তী গ্রামীণ এলাকার বাসিন্দাদের বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হল BSF-এর তরফে।

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং বাংলাদেশি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর বিরাজমান পরিস্থিতির উপর আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিএসএফ অনুপ্রবেশ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধে সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গ্রামবাসীদের রাতের বেলা সীমান্ত এলাকায় এবং আন্তর্জাতিক সীমান্ত সড়কে (আইবিবিআর) অবাধে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও জানিয়ে দেওয়া হয়, সীমান্ত নিকটবর্তী এলাকায় বাজারের সমস্ত দোকান ৯টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে এবং মসজিদ থেকে ঘোষণা দেওয়া হবে যে গ্রামবাসীদের সীমান্ত এলাকা থেকে দূরে থাকতে হবে। এছাড়াও বিএসএফ-এর ০৮ ব্যাটালিয়নে আয়োজিত বৈঠকে সীমান্ত এলাকায় চাষাবাদ, সীমান্তের কাছাকাছি ডাম্পিং সমস্যা, বেড়িবাঁধ এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও আলোচন করা হয়।

India Bangladesh Border : অস্থির পরিস্থিতি বাংলাদেশে, সীমান্ত পারে আটকে ভারতীয় পণ্যবাহী ট্রাক

বৈঠকে সীমান্ত নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করা হয়। ৮ম ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের এই বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিও এবং এসডিএম সহ হাঁসখালির বিডিও, ডিএসপি (বর্ডার) পশ্চিমবঙ্গ, বিএল এবং এলআরও অফিসার, সহকারী কৃষি কর্মকর্তা, হাঁসখালি গ্রামের পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সদস্যরা।

মিড ডে মিলের সবজি চাষ হচ্ছে স্কুলেই, পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নদিয়ায়
এদিকে, চাপড়া এলাকায় বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। চাপড়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রয়েছে হৃদয়পুর। গ্রামের পাশ দিয়ে গিয়েছে কাঁটাতার। কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। তারপরেই রয়েছে জিরো পয়েন্ট। কাঁটাতার পেরিয়ে ওপারে থাকা কৃষিজমিতে কৃষিকাজ করতে যেতে হয় এপারের কিছু কৃষকদের। বিএসএফের নজরদারিতে যাতায়াত করলেও শেষ কয়েকদিনে বিএসএফের কড়া পাহারা রয়েছে। কিছুটা আতঙ্কে রয়েছে এলাকাবাসী। বাংলাদেশের অস্থিরতার সুযোগে যে কোনও মুহূর্তে বিএসএফের নজরদারি এড়িয়ে এদেশে ঢুকে পড়তে পারে দুষ্কৃতীরা এমনটাই আশঙ্কা করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version