কলকাতায় কেমন আবহাওয়া?
বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ শহরতলি এলাকায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?
দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণের ছয় জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।
উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার কথা রয়েছে উত্তরবঙ্গে বাকি তিন জেলায়।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে ফের বাংলায় সরে এসেছে। এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে নতুন করে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।