নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। বছরের শুরুতে প্রত্যেকটি ঘরেই একটা নতুন ক্যালেন্ডার কেনা মাস্ট। তবে আত্রেয় আত্রেয় ঘোষালের তৈরি এই ক্য়ালেন্ডার একবার কিনলে আজীবন আর ক্যালেন্ডার কিনতে হবে না। এই ক্যালেন্ডারে আগামী যে কোনও বছরের যে কোনও তারিখ, বার জানতে পারবেন সহজেই। সিউড়ির বাসিন্দা আত্রেয় ঘোষাল ছোট থেকেই অঙ্কে তুখড়। বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আত্রেয় নিজের তুখড় বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছেন এই ইনফিনিটি ক্যালেন্ডার। কী ভাবে এই ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা মাথায় এল? আগামী দিনে নতুন কী করার পরিকল্পনা রয়েছে? সব জানালেন আত্রেয় ঘোষাল। দেখে নিন এই ভিডিয়ো।