আরজি করকাণ্ডে এই মুহূর্তে ফুঁসছে গোটা রাজ্য তথা দেশ। তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতিতেও। প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের একাধিক ডাক্তার। এমনকী জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন। এই ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে নানা চাঞ্চল্যকর তথ্য। এই পরিস্থিতিতে আরজি করের অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘটনার ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন মিডিয়াকে। তবে পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি এদিন আরও বলেন ‘আরজি কর ঘুঘুর বাসা’। উল্লেখ্য, এই ঘটনার পরই ভাইরাল হয়েছিল একটি মন্তব্য- ‘মেয়েটি কেন সেমিনার রুমে শুতে গিয়েছিল!’ এবার এই মন্তব্যে মুখ খুললেন প্রাক্তন অধ্যক্ষ।