চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটের বাসিন্দা লাল্টু পালকে ২০০৬ সালে একটি দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল। তবুও থেমে যায়নি তাঁর জীবন যুদ্ধের লড়াই। শরীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই দুর্গা প্রতিমা গড়ছেন লালটু (Chunchura News)। বাবার কাছেই হাতে খড়ি হয়েছিল প্রতিমা গড়ার কাজের। বাবা মারা যাওয়ার পর লাল্টু এবং তাঁর ভাই প্রতিমা গড়ার কাজ শুরু করেন। একদিন প্রতিমা গড়ার সরঞ্জাম কিনতে গিয়েই পথ দুর্ঘটনায় মৃত্য়ুর মুখ থেকে ফেরেন লাল্টু (Durga Puja 2024 Updates)। এরপর থেকেই শুরু হয় এক কঠিন লড়াই। কী জানাচ্ছেন লাল্টু পাল? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version