আরজি করকাণ্ডে অভিযুক্ত সিভিক পুলিশের কর্মকাণ্ডের হিসাব-নিকাশের মাঝেই আরও এক সিভিকের কীর্তি প্রকাশ্যে। হাবরা থানার সিভিক পুলিশ হিসেবে কর্মরত সুমিত অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। টাকা-সম্পত্তি চেয়ে বাবা, মা ও বোনকে নির্যাতনের অভিযোগ। অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ বৃদ্ধ মা, বাবা ও বোন। পুলিশি ক্ষমতার রোয়াব দেখানোরও উঠেছে অভিযোগ। হাবরা থানা শ্রীনগর এলাকায় তাদের বাড়ি দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমা মা-বাবার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সম্পত্তি লিখে দেওয়ার চাপ না দিলে মারধর এবং নগদ টাকা না দিলেও অকথ্য গালিগালাজ ও মারধরের অভিযোগ। বাড়ির অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদি বাড়িতে গেলে দিদিকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি সহ্য করতে না পেরে অবশেষে হাবরা থানার দারস্থ্য বৃদ্ধ মা ও বাবা। আরজি কর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে পুলিশের সাথে কাজ করে কি এই ক্ষমতার অপব্যবহার উঠছে প্রশ্ন।