‘সারা রাত ঘুমোতে পারিনি। রাত দুটো পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা হয়েছে।’ আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুলিশ সবরকম চেষ্টা করেছিল আরজি করকাণ্ডের সঠিক তদন্ত করার বলে দাবি করলেন তিনি। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআইকে সবরকম সাহায্য করা হবে বলেও আশ্বাস মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, ‘আমি দোষীর ফাঁসি চাই। আগেও বলেছিলাম, এখনও বলছি।’আগামী রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে এই ঘটনার তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। মমতা বলেন, ‘রবিবার পর্যন্ত আমি সময় দিয়েছিলাম পুলিশকে। কারণ তদন্তে ন্যূনতম সময় লাগে। সেটা দেওয়া গেল না। তার আগেই হাই কোর্টে গেলেন। সব ভাল যার শেষ ভাল। কারণ, কলকাতা পুলিশ তদন্ত না করতে পারলে আমাকেই সিবিআইকে দিতে হত তদন্তভার।’ সিবিআইকে তদন্তে সবরকম সাহায্য করা হবে বলেও জানান তিনি।

তবে, পুরো ঘটনাটি নিয়ে সমাজ মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে, সেই বিষয়ে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘সমাজমাধ্যমে একটা অংশ মিথ্যা প্রচার চালাচ্ছে পরিকল্পিত ভাবে।’ বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও নিন্দাপ্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কারও মৃত্যুকে নিয়ে এভাবে ভয়াবহ রাজনীতি করবেন না। আজকে অন্তত তাঁর আত্মার শান্তি কামনা করুন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।’

RG Kar Doctor Death : আরজি করকাণ্ডে সিবিআই তদন্ত শুরু

আরজি করের ঘটনার কথা বলতে গিয়ে ধনঞ্জয়ের ফাঁসির (হেতাল পারেখ হত্যাকাণ্ড) কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। দেখেছেন ধনঞ্জয় কেসে কী হয়েছিল? মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন। তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সেইজন্য তাঁকে দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল।’

কুর্মিদের উপজাতির মর্যাদা দিচ্ছে না কেন্দ্র, জানালেন মমতা
বুধবার সন্ধ্যায় বেহালায় স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আরজি করে ঘটনা নিয়ে একযোগে সিপিএম এবং বিজেপির তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে তুলে ধরেন এর আগে ঘটে যাওয়া একাধিক নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ইতিহাস। বাম জমানায় বানতলা ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে তাপসী মালিক হত্যার ঘটনা, উত্তরপ্রদেশের হাথরাস, মণিপুরে মহিলাদের নগ্ন অবস্থায় প্যারেড করানোর ঘটনাপ্রসঙ্গ তুলে ধরে রাম-বামকে একযোগে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version