বুধবার মধ্যরাতের হামলার ঘটনায় আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। কয়েকজনের আঘাত গুরুতর বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। এর মাঝেই কলকাতা পুলিশের তরফে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে।
সেখানে বেশ কিছু দুষ্কৃতীর ছবি চিহ্নিত করে দেওয়া হয়েছে। ছবি দিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের। সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে জানান।’ ছবিতে চিহ্নিত করা কোনও দুষ্কৃতীকে দেখতে পাওয়া গেলে বা চিনে থাকলে নিকটবর্তী থানায় জানানোর আবেদন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, জরুরি বিভাগের যে সেমিনার হলে চিকিৎসক হত্যার ঘটনা ঘটেছিল, সেখানে তাণ্ডব চালানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘অপরাধ সেমিনার রুমে হয়েছিল। কিন্তু সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করে খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।’