জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘গিয়েছিলেন তো রাতে প্রমাণ নষ্ট করতে, আপনারা সিসিটিভি ভেঙে দিয়েছেন’। আরজি কর কাণ্ডে ফের রাম-বামকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জীবনদায়ী ওষুধ লুঠ করেছেন। ১০০ কোটি  টাকা র ক্ষতি করেছে আরজি করে’।

আরও পড়ুন:  Kolkata Doctor Rape and Murder Case: ‘গ্রেফতারিতে রাজনীতির রং দেখা হবে না’, আরজি কর হামলার ভিডিয়ো দেখালেন সিপি!

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য়ে। হাইকোর্টের নির্দেশে যখন ঘটনার তদন্তে নেমেছে সিবিআই, তখন দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্য়মন্ত্রী। আজ, শুক্রবার মৌলালি মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন তিনি।

মিছিল শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘তদন্তের স্বার্থে পুলিস ৩৪ জনকে ডেকেছিল। তদন্তের সবকিছু বাবা-মাকে জানিয়েছিল পুলিস।  পরিবারে সাথে দেখা করে আমি ৪ দিন সময় দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার কোর্টে গিয়ে সিবিআই চাইল। কামদুনি কেসে আমরা ২ জনকে ফাঁসি দিয়েছি, কিন্তু কোর্ট দিতে দেয়নি। আরজি করের ছাত্রাছাত্রী যা বলেছে, পুলিস সেরকমভাবেই তদন্ত করেছে। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়েছে। আমরা এই ঘটনা সমর্থন করি না। রাজ্য় সরকার ফাঁসির পক্ষে’।

এদিকে যেদিন রাত দখল’ কর্মসূচি পালিত হয় কলকাতা, সেদিনই আরজি কর হাসপাতালে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম, ডিওয়াইএফআইয়ের পতাকা আর বিজেপির জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে। এরা উন্নাও, হাথরাসের ঘটনার প্রতিবাদ করে না। ফেক ভিডিও তৈরি করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া ছাড়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যিই নয়’।

আরও পড়ুন:  Kolkata Doctor Rape and Murder: আরজি করের ‘বিতর্কিত’ সন্দীপ ঘোষকে রাস্তা থেকেই তুলল CBI!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version