আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মাঝেই রাজ্যে ফের যৌন নির্যাতনের খবর। এক সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনা নদিয়া জেলায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।স্থানীয় সূত্রে খবর, সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী প্রৌঢ়র বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের অন্তর্গত পানিঘাটা পঞ্চায়েতের সাজাপুর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম প্রাণ কুমার মণ্ডল। কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম ফাঁড়ি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেন, ‘মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে প্রতিবেশী ওই প্রৌঢ়র বাড়িতে নাবালিকা খেলতে গিয়েছিল। তখন অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্তপাত শুরু হয়।

Civic Volunteer : ফের সিভিকের ‘দাদাগিরি’, অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা পুলিশের দ্বারস্থ

এরপর নাবালিকার সঙ্গে এই দুষ্কর্মের বিষয়টি জানতে পারে তার পরিবারের লোকজন। ওই নাবালিকাকে পানিঘাটা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে নদিয়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদিকে, মূল অভিযুক্তকে বৃহস্পতিবার বিকেলে এলাকার লোকজন বেধড়ক মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরাধীর কঠোরতম শাস্তির আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চিকিৎসকদের উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে FIR, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের
আরজি করে ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মহিলারা। এরপরেই নিন্দনীয় ঘটনা ঘটল নদিয়ায়। প্রসঙ্গত, কয়েক মাস আগেই হুগলি জেলায় এই ধরণের ঘটনা ঘটে। কোন্নগরে উত্তরপাড়া থানা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে হুগলি জেলার উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে ভাড়াটিয়াকে৷ পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version