এই সময়: কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে গেল পূর্ব রেলের চক্ররেল পরিষেবা। মঙ্গলবার পূর্ব রেল জানিয়েছে, কলকাতা স্টেশন এবং সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ার জন্য দমদম জংশন ও বিবাদী বাগ স্টেশনের মধ্যে থমকে যায় চক্ররেল। এর পাশাপাশি কলকাতা স্টেশনে ঢোকা ও বেরনোর ট্র্যাক জলমগ্ন হয়ে পড়ার প্রভাব পড়ে দূরপাল্লার ট্রেনেও।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টো ১০ থেকে চক্ররেল পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় পূর্ব রেল। অন্য দিকে কলকাতা-লালগোলা এমইএমইউ, কলকাতা-গোরখপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন ছেড়ে বেরোতেই পারেনি।

পরিস্থিতি বেগতিক দেখে কলকাতা স্টেশনে ঢোকার আগে আটকে পড়ে জম্মু তাউই-কলকাতা এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস এবং উদয়পুর-কলকাতা অনন্যা এক্সপ্রেসও।

সন্ধ্যায় থামবে কল্যাণী লোকাল, উল্টোডাঙার অফিস ফেরত যাত্রীদের স্বস্তি

পূর্ব রেল জানিয়েছে, কলকাতা স্টেশন ও সংলগ্ন এলাকায় তিনটি পাম্প চালিয়ে জমা জল বের করার চেষ্টা শুরু হয়েছে। কিন্তু চারপাশের জনবসতিও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ায় রেলওয়ে ট্র্যাকে জল ঢুকেই চলে বহুক্ষণ ধরে। বিকেল ৪টা নাগাদ চক্ররেল পরিষেবা চালু করা সম্ভব হয়।

সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয় ঘণ্টায় ১০ কিলোমিটারে। কলকাতা স্টেশনে ট্রেন ঢোকা শুরু হয় সন্ধে ৬টা ০৫-এ। একটাই লাইন দিয়ে ঘণ্টায় ৫ কিমি বেগে আপ ও ডাউন— দু’দিকে ট্রেন চলাচল শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version