কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। বুধবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদও। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম এবং বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮৪ শতাংশ। তাপমাত্রা খুব একটা না বাড়লেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বুধবার পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া। শুক্রবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছিল। কিন্তু, দক্ষিণবঙ্গে ছিল বৃষ্টিপাতের ঘাটতি। যদিও অগস্টে বৃষ্টিপাতের জন্য সেই ঘাটতি কিছুটা কমেছে। প্রশান্ত মহাসাগরে সেপ্টেম্বর মাসের শুরুতেই লা নিনা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে পুজোর সময় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দুর্গাপুজোতে এখনও বহু সময় বাকি। ফলে পুজোয় আবহাওয়া কেমন থাকবে, তা এখন থেকে বলা সম্ভব নয়।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বৃহস্পতিবার মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।