অবশেষে শুক্রবার বারাসত মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে যোগ দিলেন সুহৃতা পাল। বুধবার তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে বদলি করে বারাসত মেডিক্যাল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার অধ্যক্ষ পদে যোগ না দেওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুক্রবার দুপুরের পর বারাসত মেডিক্যাল কলেজে যোগ দেন করেন তিনি।আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই জায়গায় আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। তবে, তাঁর অপসারণের দাবি তুলেও সরব হয়েছিলেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা। তাঁকেও বদলির দাবি জানিয়ে আসেন স্বাস্থ্যভবনে। তাঁদের দাবি মেনে কয়েক ঘণ্টার মধ্যেই সুহৃতা পালকে আরজি কর থেকে বদলি করে বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়।

RG Kar Hospital: ‘নিরাপত্তার দায়িত্ব নিতে হবে’, হামলার পর দাবি বিক্ষোভরত ডাক্তার-নার্সদের

বৃহস্পতিবার বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস কুমার বন্দোপাধ্যায় আর জি করের অধ্যক্ষ হিসেবে যোগদান করলে বারাসত মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা অস্থায়ী দায়িত্ব নিয়েছিলেন। এরপর আজ দুপুরের পর সুহৃতা পাল বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে, সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কথা বলতে চাননি। সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর একটিই উত্তর পাওয়া যায়, ‘নো কমেন্টস!’

RG Kar Protest: প্রার্থনা সঙ্গীতের গভীরেই দৃপ্ত প্রতিবাদ, নিহত দিদির পাশে অশোকনগরের স্কুলের ছাত্রী-শিক্ষিকারা
এদিকে, শুক্রবার বারাসাত মেডিক্যাল কলেজের প্রবেশদ্বারে নতুন অধ্যক্ষ সুহৃতা পালের যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু বাসিন্দারা। তাঁদের দাবি, সুহৃতা পাল বারাসাত মেডিক্যাল কলেজে থাকলে এই কলেজের অবস্থাও আরজি করের মতো হবে। আরজি করের অধ্যক্ষ হিসেবে সুহৃতা পাল থাকাকালীন কেন হামলার ঘটনা ঘটেছিল সেই নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। বারাসত মেডিক্যাল কলেজ থেকে তাঁকে বদলি করা হোক, বলে দাবি জানিয়েছেন স্থানীয় কিছু বাসিন্দারা। যদিও, বারাসত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের তরফে কোনও প্রতিবাদ লক্ষ্য করা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version