সূত্রের খবর, এ নিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে পকসো আইনে ও জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করার কথা বলা হয়েছে পুলিশকে। পুলিশ কী পদক্ষেপ করল, তা-ও রিপোর্ট পেশ করে জানাতে বলা হয়েছে। শিশু সুরক্ষা কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ওই হুমকির ফলে সমাজে এক ভয়ঙ্কর বার্তা পৌঁছবে। তার জেরে ওই নাবালিকার নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিতে পারে।
দিন কয়েক আগে ভাঙড়ের কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটকপুকুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। সেই পদযাত্রায় অংশগ্রহণকারী এক যুবককে বলতে শোনা যায়, আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ওই যুবকের প্রশ্ন, ধর্ষণ করে খুনের ঘটনায় আর্থিক সাহায্য দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যুবককে এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নাম করে হুমকি দিতে শোনা যায়। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন বলেও কটাক্ষ করেন যুবক।
হুঁশিয়ারি দেওয়া যুবকের বাড়ি মালঞ্চ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে ওই হুমকি বক্তব্য়টি শেয়ার করেন এক মহিলা (এই সময় ডিজিটাল অবশ্য় ওই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি)। পুলিশকে ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদনও জানান তিনি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।